ঢাকা: ঢাকা সিটি নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা বুধবার হচ্ছে না।
অনিবার্য কারণবশত এটি বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার রাতে বাংলানিউজকে জানিয়েছেন তাঁতীদলের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিন্টু।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনটিটিউশনে ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রার্থীদের পরিচিতি সভা হবে বলে ‘আদর্শ ঢাকা আন্দোলন’র পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে প্রার্থীদের হাইলাইট করার কথা ছিল।
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এমএম/পিসি
** ‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্রার্থীদের পরিচিতি সভা বুধবার