ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে মাহীর বৈঠক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
খালেদার সঙ্গে মাহীর বৈঠক খালেদা জিয়া ও মাহী বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সিটি নির্বাচনে উত্তরের মেয়রপ্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে বের হওয়ার সময় মাহী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

সূত্র জানায়, রাত ১০টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসায় প্রবেশ করেন ঢাকা সিটি নির্বাচনে উত্তরের মেয়রপ্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

** খালেদার বাসায় যাচ্ছেন মাহী

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এমএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।