নড়াইল: নড়াইলের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে শিবির নেতাসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি মো. সোহেল মোল্লা (১৮) রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নড়াইল জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নড়াইল সদর থানায় ১৪, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় চার ও নড়াগাতি থানায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসআই