রংপুর : রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) মুক্তা ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় দশ জন আহত হয়েছে। বুধবার সকালে মুক্তা ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের রফিক গ্রুপ ও ফেরদৌস গ্রুপ।
সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রমেক কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য নেই।
স্থানীয় ধাপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিবরিয়া সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ মুহূর্তে পরিস্থিতি শান্ত।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
আরআই