ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রমেকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত দশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
রমেকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত দশ

রংপুর : রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) মুক্তা ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় দশ জন আহত হয়েছে। বুধবার সকালে মুক্তা ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের রফিক গ্রুপ ও ফেরদৌস গ্রুপ।

প্রায় আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে দশজন আহত হয়। আহতদের মধ্যে ফেরদৌস, আতিক ও শহীদকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রমেক কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য নেই।

স্থানীয় ধাপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কিবরিয়া সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ মুহূর্তে পরিস্থিতি শান্ত।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।