ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর গ্রামে ইব্রাহিম হোসেন বাবলু (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ বাবলু ওই এলাকার মৃত মহসিনের ছেলে। তিনি চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

বাবলুর ছোট ভাই সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোরশেদ আলম জানান, রাতে কুকুরের ডাক শুনে বাবলু ও তার স্ত্রী ঘর থেকে বের হন। এসময় পাশের বাগান থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময় : ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।