ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য ফ্ল্যাট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
‘নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য ফ্ল্যাট’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেয়র নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করবেন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের প্রার্থী শেখ শহীদুজ্জামান। প্রতিবন্ধীদের আবাসন সমস্যা মেটাতে এ উদ্যোগ নেবেন তিনি।



বুধবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ঢাকা উত্তরের প্রার্থীদের নির্বাচনী সংলাপে তিনি এ কথা বলেন।

‘তারুণ্যের ভাবনায় ঢাকা’ শিরোনামে সিটি নির্বাচনে ঢাকা উত্তরের প্রার্থীদের এ সংলাপের আয়োজন করেছে ইউএনডিপি। এতে মতামতের পাশাপাশি উপস্থিত অন্যদের প্রশ্নের জবাবও দেবেন মেয়র প্রার্থীরা।

মেয়র প্রার্থী শহীদ বলেন, প্রতিবন্ধীরাও মানুষ। তাদের সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। আমি নির্বাচিত হলে তাদের সেসব অধিকার বাস্তবায়নের চেষ্টা করবো।

এক পর্যায়ে তিনি বলেন, নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য একটি করে ফ্ল্যাটের ব্যবস্থা করবো।

এ সংলাপে উপস্থিত রয়েছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মাহী বি চৌধুরী, জোনায়েদ সাকি, আবদুল্লাহ আল কাফী, আনিসুজ্জামান খোকন, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, নাদের চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. জামান ভূঞা প্রমুখ।

** ঢ‍াকা উত্তরের মেয়র প্রার্থীদের সংলাপ চলছে

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/এসইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।