ঢাকা: মেয়র নির্বাচিত হলে প্রতিবন্ধী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের জন্য সুবিধাজনক গণপরিবহন ব্যবস্থা করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ দলের প্রার্থী তাবিথ আউয়াল।
সবার সুবিধার কথা চিন্তা করে এসব পরিবহনের রুট নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে উত্তরের প্রার্থীদের নির্বাচনী সংলাপে এ কথা বলেন তাবিথ।
‘তারুণ্যের ভাবনায় ঢাকা’ শিরোনামে সিটি নির্বাচনে উত্তরের প্রার্থীদের মত বিনিময়ের আয়োজন করেছে ইউএনডিপি। এতে নিজেদের মতামতের পাশাপাশি উপস্থিত অন্যদের প্রশ্নের জবাব দেবেন প্রার্থীরা।
মেয়রপ্রার্থী তাবিথ বলেন, গর্ভবতী নারীরা প্রতিমুহূর্তে যাতায়ত অসুবিধায়, প্রতিবন্ধীরা সুযোগের অভাবে ভোগেন। এছাড়া পরিবহনের অভাবে বৃদ্ধদেরও কষ্ট করতে হয়।
তাই তাদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করবো। প্রতিবন্ধীদের জন্য আলাদা যাতায়াত সুবিধা, স্কুল-কলেজসহ বিভিন্ন বাড়তি সুবিধা দেবো। প্রতিবন্ধীদের শক্তি ও মেধাকে কাজে লাগিয়ে দেশের সম্পদে পরিণত করার চেষ্টা করবো, বলেন তাবিথ।
সংলাপ পরিচালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক রোবায়েত ফেরদৌস।
তাবিথ ছাড়াও সংলাপে অংশ নিয়েছেন মাহী বি চৌধুরী, জোনায়েদ সাকি, আবদুল্লাহ আল কাফী, আনিসুজ্জামান খোকন, শেখ শহীদুজ্জামান, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, নাদের চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. জামান ভূঞা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/জেডএস
** ‘নির্বাচিত হলে প্রতিবন্ধীদের জন্য ফ্ল্যাট’
** ঢাকা উত্তরের মেয়র প্রার্থীদের সংলাপ চলছে