ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গত তিন মাসের টানা অবরোধ-হরতালে সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রামাণ্যচিত্র সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় তুলে ধরবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এই সহিংসতার চিত্র তুলে ধরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সিটি নির্বাচনে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে যাওয়া-আসার পথে সহিংসতার চিত্র তুলে ধরা হবে। এ জন্য আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে ইতোমধ্যে সেসব সহিংসতার সচিত্র সিডি তৈরি করা হয়েছে।
গত জানুয়ারি থেকে শুরু করে টানা তিন মাস বিএনপি-জামায়াতের জোটের অবরোধ-হরতালে সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বাসসহ বিভিন্ন যানবাহন পেট্রোলবোমা মেরে পুড়িয়ে দেওয়া হয়।
বিভিন্ন সহিংস ঘটনায় ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান। পেট্রোলবোমার আগুনে পুড়ে সহস্রাধাকি মানুষ আহত হন। এখনও অনেকে মানুষ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, গত তিন মাসে বিএনপি-জামায়াতের জোট যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা চালিয়েছে, বোমা মেরে মানুষ হত্যা করেছে সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের এই সহিংসতার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানানো হবে।
নেতারা আরও জানান, বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের মানুষ যাতে ভোট না দেন সে জন্য আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যেসব সহিংসতা চালিয়েছে তার চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে।
ভোটারদের সামনে তুলে ধরা হবে অবরোধ-হরতালে যানবাহনে আগুন দেওয়া, পেট্রোলবোমা মেরে জ্বালিয়ে দেওয়া, অগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, হাসপাতালের বার্ন ইউনিটে আগুনে পোড়া মানুষের চিৎকার, নিহতদের আত্মীয় স্বজনের আহাজারি এবং পোড়া মানুষের চিত্র।
এসব অডিও, ভিডিও সিডি, ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন তৈরি করা হয়েছে বলেও জানা যায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারে যেসব এলাকায় যাবেন ওইসব এলাকায় তার যাওয়া-আসার পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন করবেন এবং সমবেত হয়ে কালো পতাকা দেখাবেন।
এ সময় সেখানে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টারে তিন মাসের অবরোধ-হরতালের সহিংতার চিত্র তুলে ধরা হবে। ভিডিও এবং অডিওর মাধ্যমে সিহংসতার এসব চিত্র তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।
এছাড়া দল সমর্থিত প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি এলাকায় প্রচার কাজে অংশ নেবেন। এ সময় তারা গত তিনমাসের সহিংস ঘটনার চিত্র তুলে ধরবেন।
অডিও, ভিডিওর মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে সহিংসতার প্রামাণ্য চিত্র জনগণের সামনে প্রদর্শনের ব্যবস্থাও করা হবে।
গত ২ এপ্রিল আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় নির্বাচনী প্রচারে বিএনপি-জামায়াতের সহিংসতার চিত্র তুলে ধরা প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয় দলের সংসদ সদস্যদের।
গত ১০ এপ্রিল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় গত তিন মাসে বিএনপির-জামায়াত জোটের অবরোধ-হরতাল কর্মসূচিতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে-সেসব চিত্র তুলে ধারার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলানিউজকে বলেন, বিএনপি যেসব প্রার্থীকে সমর্থন দিয়েছে, বিশেষ করে ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাস সহিংস ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এ জন্য তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
তিনি বলেন, ঢাকা উত্তরে বিএনপির যে প্রার্থী তাবিথ আওয়াল ও তার বাবার বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে।
চট্টগ্রামের মেয়রপ্রার্থী মনজুর আলমও এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া গত তিনমাস অবরোধ-হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন, মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন, তাদের কাছে আবার ভোট চাইতে আসছেন? এমন প্রশ্ন তোলেন হাছান।
মানুষের কাছে তার (খালেদা) ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। ওয়ার্ডে ওয়ার্ডে এই সহিংসতার প্রচার চালানো হবে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/টিআই/এএ