ঢাকা: সিটি নির্বাচনের এমন ডামাডোলেও অন্তরালে রইলেন মেয়রপ্রার্থী প্রত্যাশী আব্দুল আউয়াল মিন্টু। কিন্তু নববর্ষে এক ভিডিওবার্তায় ছেলের পক্ষে ছোট্ট ক্যাম্পেইন করে দিলেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে মিন্টুর ছেলে ও ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ফেসবুক ফ্যানপেজে ভিডিওটি আপলোড করা হয়। এতে দেখা যায়, তারা সপরিবারে বৈশাখের সাজ-পোশাকে রয়েছেন।
সিটি নির্বাচনে ঢাকা উত্তরে ২০ দলের সমর্থন পেয়েছেন তাবিথ। নববর্ষের শুভেচ্ছা জানানোর সুযোগে ছেলের জন্য ভোট ও সমর্থন আদায়েই এ ভিডিওটিকে কাজে লাগাচ্ছেন তার ভক্তরা।
এতে দেখা যায়, বাড়ির ব্যক্তিগত পাঠাগারে মিন্টু ও তার স্ত্রী নাসরিন আউয়াল চেয়ারে বসে রয়েছেন। পেছনে এ দম্পতির তিন ছেলে হাসিমুখে দাঁড়িয়ে। তাবিথ আউয়াল ও তাফসির আউয়াল সস্ত্রীক দু’প্রান্তে, তাজোয়ার আউয়াল দুই ভাইয়ের মাঝে দাঁড়ানো।
অনেকেই জানেন, তাফসিরের স্ত্রী সোহেলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভীর কন্যা। বিদেশি চেহারার সোহেলীকেও বাঙালি সাজে হাসিখুশি দেখা গেছে ভিডিওতে।
দেশি বাদ্যযন্ত্রের সুর শেষে মিন্টু বলতে শুরু করেন, ‘জাহাজে চাকরি ও জাহাজে ব্যবসার সুবাদে বিশ্বের প্রায় ১০০টি দেশ ঘোরাফেরার সুযোগ হয়েছিল। তখন থেকে আমার মনে একটা স্বপ্ন জেগেছিল। অন্যান্য দেশের মতোই আমাদের রাজধানীকে উন্নত করার। ’
‘১৯৯৮ সাল থেকেই চেষ্টা করেছিলাম ঢাকা শহরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। যাই হোক, সেই সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আমার সৌভাগ্য, আমার বড় ছেলে তাবিথ আউয়াল সেই সুযোগ পেয়েছে’- বলেন তিনি।
মিন্টু বলেন, ‘আমি আশা করি, আমাদের যে স্বপ্ন, দেশবাসীর যে স্বপ্ন, তা সে পূরণ করতে পারবে। ’
এরপর তাবিথ বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর নেতাদের, ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী খালেদা জিয়াকে আমাকে এ সুযোগ দেওয়ার জন্য। ’
তিনি বলেন, ‘আমি আশা করি, আমাকে আমার পরিবার ও নগরবাসীর স্বপ্নকে পূরণ করার জন্য জনগণ সুযোগ দেবেন। যেন আমি পরিবার ও নগরবাসীর স্বপ্ন পূরণ করতে পারি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি- শুভ নববর্ষ। ’ এ সময় পরিবারের সবাই তার সঙ্গে কণ্ঠ মেলান।
আব্দুল আউয়াল মিন্টুর ভিডিওবার্তাটি দেখতে ক্লিক করুন
শুধু বাবা নন, তাবিথের মা নাসরিন আউয়ালও ছেলের হয়ে নির্বাচনী প্রচারণায় সোচ্চার রয়েছেন। বিভিন্ন জায়গায় ছেলের পোস্টার নিয়ে ভোট চাইছেন তিনি। তাবিথের ছোট ভাই তাফসির, তাজোয়ারও ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন নিয়মিত।
মেয়র পদে ঢাকার দক্ষিণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও উত্তরে মিন্টুই ছিলেন জোটনেতা খালেদার প্রথম পছন্দ। কিন্তু মিন্টুর প্রার্থিতা বাতিল হয়।
তাই ‘বিএনপির ঘরের ছেলে’ হিসেবে খালেদা তাবিথকে সমর্থন দেন। কেউ কেউ এটিকে ‘মিন্টুর ষড়যন্ত্র’ হিসেবেও দেখেছেন।
তাদের মতে, মিন্টু ছেলেকে মেয়র হিসেবে দেখতে চায় বলেই ইচ্ছে করে প্রার্থিতা-জটিলতা তৈরি করেছে। কেউ বলেছেন, সরকারের সঙ্গে আঁতাতের অংশ হিসেবে তিনি এটি করেছেন।
মিন্টুর পরিবারের ঘনিষ্ঠদের দাবি, নিজের প্রার্থিতা নিয়ে জটিলতার আশঙ্কা থেকেই ছেলেকে দিয়ে মনোনয়ন নিয়ে রেখেছিলেন মিন্টু। যেন নিজের স্বপ্ন ছেলের মাধ্যমে পূরণ হয়।
একইদিনে বাবা-ছেলের মনোনয়ন জমার ঘটনা বেশ আলোচিত হয়েছিল। কারণ অনেকেই জানেন, পিতা-পুত্রসহ মিন্টুর পরিবারের সবার পারস্পরিক সম্পর্ক বেশ ভালো ও হৃদ্যতাপূর্ণ।
এ সুসম্পর্কের কারণে কেউ কেউ মিন্টুকে সন্দেহ করেন। তাদের মত, তাই বাবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চিন্তা তাবিথের মাথায় আসার কথা নয়। এটি মিন্টুরই একটি কৌশল।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/এএ