ঢাকা: আসন্ন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।
বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সৈয়দ আশরাফ বলেন, তিন সিটি নির্বাচনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী তাণ্ডবের জবাব দেবে মানুষ। এ নির্বাচনের মাধ্যমে গত তিন মাস ধরে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের চালানো হত্যাযজ্ঞ, সহিংসতা ও তাণ্ডবের জবাব দেওয়ার সুযোগ এসেছে।
এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় এসব হত্যা, সহিংসতা ও তাণ্ডবের বিষয়টি জনগণের সামনে তুলে ধরার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের জন্য এই একটা সুযোগ বিএনপি-জামায়াতের হত্যাকাণ্ড-ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে না বলার। মানুষ তাদের নৈরাজ্য সমর্থন করেনি।
এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় এসব হত্যা, সহিংসতা ও তাণ্ডবের বিষয়টি জনগণের সামনে তুলে ধরার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো নির্বাচনকে খাটো করে দেখার সুযোগ নেই। এ নির্বাচনের জনগণের মতামতের প্রতিফলন ঘটে। আইনের ভিতরে থেকে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়ী করতে সব ধরনের সহযোগিতা করতে হবে।
আগামীতে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের সব দেশেই স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা হয়। তাই সংবিধান সংশোধন করে আমাদের দেশেও এ নির্বাচন দলীয়ভাবে করার ব্যবস্থা করা হবে।
সংবিধান সংশোধন করে আমাদের দেশেও এ নির্বাচন দলীয়ভাবে করার ব্যবস্থা করা যেতে পারে মন্তব্য করে আশরাফ বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিলো এবারই আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার। আগামীতে এ নির্বাচন দলীয়ভাবে করা যেতে পারে। আমাদের আস্তে আস্তে এ জায়গা থেকে সরে আসতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করা হলে দলের শৃঙ্খলা বাড়বে, গণতন্ত্র শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে আওয়ামী লীগের কার্যনির্বাহী অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫/আপডেট: ২২০২ ঘণ্টা
ফোন-এসকে/এমইউএম/আরএম/এএ