ঢাকা: বাংলানিউজে গত ৭ এপ্রিল প্রকাশিত ‘লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১’ শীর্ষক সংবাদে নিজের অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়েছেন দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ আহবায়ক বেলাল হোসেন বিপ্লব।
বুধবার এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
প্রতিবাদপত্রে বিপ্লব বলেন, গত ৭ এপ্রিল প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হলো, আমি স্কুল জীবন থেকে অত্যন্ত সুনামের সঙ্গে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। একটি কুচক্রি মহল হীন স্বার্থ চরিতার্থ করতে সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে কাল্পনিক তথ্য সরবরাহ করেছে।
বিপ্লব বলেন, গত ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গনেশ্যামপুর গ্রামের বাড়ির পাশের বাগানে স্থানীয় বিএনপি কর্মী মো: হানিফ মুমোকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্থানীয় বিএনপি সমর্থিত জসিম বাহিনীর সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ ও স্থানীয় লোকজন।
কিন্তু ৯ এপ্রিল বাংলানিউজে আমাকে জড়িয়ে কাল্পনিক সংবাদ প্রকাশিত হয়। আমার কোনো বাহিনী নেই। হত্যাকাণ্ডের ঘটনাস্থল আমার বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে। প্রকাশিত ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
জেডএম/