নোয়াখালী: বিএনপির সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে আসা আত্মঘাতী হবে বলে মন্তব্য করে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর উপর প্রায় দুই’শ কোটি টাকা ব্যয়ে দেশের দীর্ঘতম মুছাপুর ক্লোজার নির্মাণ কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে, এ সিদ্ধান্ত হবে তাদের জন্য আত্মঘাতী।
মন্ত্রী বলেন, বিগত ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছে, সে ভুলের পুনরাবৃত্তি করতে গেলে তারা আবারো ভুলের চোরাবালিতে আটকে যাবে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে আমরা সরকারের পক্ষ থেকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করে যাচ্ছি। নির্বাচন কমিশন যদি সরকারের আরো সহযোগিতা প্রয়োজন মনে করে তবে সরকার সে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
সরকার নির্বাচন কমিশনের কাজে কোনো ধরনের বাঁধা সৃষ্টি করছে না বলেও তিনি জানান।
পরিদর্শন শেষে মুজাপুর ক্লোজার সংলগ্ন মাঠে মুছাপুর ক্লোজার নির্মাণ সাইটে স্বাগতম অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহামন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এমপি বীরপ্রীতক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্তি মহাপরিচালক (প্ল্যানিং) যতি দাস কুণ্ডু, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ সহ সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএইচ