ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় ভিড়তে শুরু করেছেন ২০ দলের নেতারা। বুধবার (১৫ এপ্রিল) তার প্রচারণার ষষ্ঠ দিনে পাশে পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে।
এদিন সন্ধ্যায় মোহাম্মদপুরে কৃষি মার্কেট সংলগ্ন এলাকায় গণসংযোগে যান তাবিথ। সেখানে এক পথসভায় যোগ দেন মওদুদও।
তিনি তাবিথকে নির্বাচিত করতে সবার কাছে ভোট ও দোয়া চেয়ে বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। ২৮ তারিখের সিটি করপোরেশন নির্বাচনে নীরব ভোটে বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
মওদুদ বলেন, তাবিথ আউয়ালের পক্ষে গণজোয়ার প্রমাণ করে, বিএনপির চলমান আন্দোলনের সঙ্গে জনগণ সম্পৃক্ত রয়েছে।
ভোট চুরি ও কারচুপি ঠেকাতে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।
উপস্থিত সবার উদ্দেশে তাবিথ বলেন, আপনারা আমার প্রতি যে সমর্থন দিচ্ছেন, তা ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে প্রমাণ করুন।
এর আগে, বিকেলে সাড়ে ৩টায় শ্যামলী খেলার মাঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর পুত্র তাবিথ। সেখান থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট, রিং রোড ও লালমাটিয়া এলাকায় প্রচার চালান।
এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান ও মোহাম্মদপুর বিএনপির স্থানীয় নেতারা।
এদিন সকালে তাবিথ রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে উত্তরের প্রার্থীদের মতবিনিময় সভায় অংশ নেন। এতে নিজের কিছু পরিকল্পনার কথা জানান বিএনপি জোট সমর্থিত এ মেয়র প্রার্থী।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/এইচএ