ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাঁকো এবং সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেল।
বুধবার (১৫ এপ্রিল) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাঁকো খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। টানা ৪৫ মিনিট বৈঠক শেষে রাত সোয়া ৮টায় তিনি বেরিয়ে যান।
এর ১৫ মিনিট পর রাত সাড়ে ৮টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেল খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। তিনিও টানা ৪৫ মিনিট বৈঠক করেন খালেদা জিয়ার সঙ্গে।
বৈঠক দু’টিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এজেড/এসআর