ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

তাবিথের প্রচারে মা ও সেলিমা রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
তাবিথের প্রচারে মা ও সেলিমা রহমান তাবিথ আউয়াল

ঢাকা: ছেলের পক্ষে আবারও প্রচারে নামলেন ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।



বুধবার (১৫ এপ্রিল) ছিল তাবিথের প্রচারের ৬ষ্ঠ দিন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নাসরিন রাজধানীর খিলক্ষেত এলাকায় গণসংযোগ করেন।

এ সময় সেলিমা রহমান তাবিথের পক্ষে ভোট ও দোয়া চেয়ে বলেন, তরুণ প্রার্থী তাবিথ আউয়ালকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে ঢাকাবাসী সর্বোচ্চ সেবা পাবে। তিনি প্রশাসনের  ভূমিকারও সমালোচনা করেন।

সেলিমা বলেন, আদর্শ ঢাকা আন্দোলনের প্রার্থীদের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়নি।   সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তাবিথ আউয়াল বিপুল ভোটে জয়ী হবেন।

তিনি ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে তা ঠেকাতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।  

এছাড়া নাসরিন আউয়াল সবার কাছে ছেলের জন্য ভোট ও দোয়া চান।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকেএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।