ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী প্রচারণায় নামবেন জয় ও ববি

শামীম খান ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
নির্বাচনী প্রচারণায় নামবেন জয় ও ববি সজীব ওয়াজেদ জয় / ফাইল ফটো

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামতে পারেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
 
বুধবার (এপ্রিল ১৫) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।


 
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের কার্যনির্বাহী সংসদের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
 
সজীব ওয়াজেদ জয় নির্বাচনী প্রচারণায় নামলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির পাশাপাশি সরকার সমর্থক প্রার্থীদের পক্ষে জনমত বৃদ্ধি পাবে বলে তাদের ধারণা।

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কোনো আইনি বাধা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই মূলত নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন তিনি। নির্বাচনী আইনে বাধা থাকলে আইন মেনে কাজ করা হবে বলেও সূত্র জানায়।
 
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংসতার কথা তুলে ধরতে নির্দেশনা দেন। নির্বাচন সুষ্ঠু হবে ও জনগণ এ নির্বাচনে সহিংসতাকারীদের বিরুদ্ধে ভোট দিবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
 
নির্বাচন নিয়ে কেউ যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সর্তক থাকারও আহ্বান জানান তিনি।
 
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আব্দুল্লাহকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয় বলে সূত্র জানায়। চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ঠিকমতো নির্বাচনী কাজ করছেন না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এছাড়াও বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেওয়া হয়।

এদিকে, আওয়ামী লীগ নতুন আকর্ষণ সৃষ্টির মাধ্যমে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সব কয়টিতে ভালো ফলাফল লাভের আশা করছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমইউএম/এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।