ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণার আয়োজন চলছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন তিনি।
রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের রেগনাম টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রেগনাম টাওয়ারে উপস্থিত হয়েছেন ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অধ্যাপক মাহবুবুল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার প্রমুখ ।
তাবিথের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, ইশতেহার ঘোষণার পর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তাবিথ।
এরপর উত্তরার জসিমউদ্দিন রোড ও খিলক্ষেত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গণসংযোগ করবেন তিনি।
তাবিথের মা নাসরিন আউয়াল দুপুর ৩টা থেকে ধানমণ্ডিতে ছেলের পক্ষে প্রচারণা চালাবেন বলেও জানিয়েছে তার মিডিয়া উইং।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসকেএস/আরএম/আরআই