ঢাকা: সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী ফারুক সড়কে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা কার্যালয়ে ঢুকে তিনি এ দাবি জানান।
সকাল ৯টার দিকে উত্তর যাত্রাবাড়ী থেকে আফরোজা আব্বাস তার স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
বেলা ১১টার মধ্যে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধলপুর, মীরহাজীরবাগ, বিবিরবাগিচা, শেখপাড়া, শ্যামপুরসহ এর আশাপাশ এলাকায় প্রচারণা করেন।
প্রচারণায় অংশ নেওয়া তাঁতী দলের এক নেতা বাংলানিউজকে বলেন, যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর থানা এলাকার সকল ওয়ার্ডে প্রচারণা শেষ করার কথা রয়েছে। বিকেল পর্যন্ত এ প্রচারণা চলবে।
প্রচারণায় আফরোজা আব্বাস আসাবিক ভবনসহ বিভিন্ন দোকানপাঠে মির্জা আব্বাসের নির্বাচনী পোস্টার বিলি করেন এবং তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারনায় তার সঙ্গে রয়েছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
টিএইচ/বিএস