ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রিকশাচালক, দিনমজুররাও নেতাদের সমালোচনা করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
রিকশাচালক, দিনমজুররাও নেতাদের সমালোচনা করছে ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর, শ্রমিকসহ সবাই দেশের বড় বড় রাজনৈতিক দলের প্রধান ও নেতাকর্মীদের সমালোচনা করছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনই দিতে পারে চলমান সংকটের সমাধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।



সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ (সিএনএস) এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এ সময় উন্মুক্ত আলোচনায় আমিনুর রহমান সরকার বলেন, রিকশাচালক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের দিনমজুর, শ্রমিকসহ সবাই দেশের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সমালোচনা ও নিন্দা করছেন। সরকার, বিরোধী দল ও সব রাজনৈতিক দলের নেতাদের জন্য এটা সত্যিই দুর্ভাগ্যের। এর দায় কেউ এড়াতে পারবেন না।

অ্যাডভোকেট আহম্মেদ আজম বলেন, স্বাধীনতার ৪৪ বছর পার হওয়ার পরও গণতন্ত্র নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রক্ত ঝরছে। এটা খুবই দুঃখজনক।

তিনি অভিযোগ করেন, নির্বাচন ইস্যুতেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। দেশে নিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নারীদের শ্লীলতাহানি ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে বলে দাবি এ বক্তার।

এ সময় তিনি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার কোনো দল ক্ষমতায় থাকলে এমন ঘটনা ঘটতো না।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক নেতাদের আচরণে সন্তুষ্টি প্রকাশ না করে সমালোচনা ও দোষারোপ করছে সবাই। রাজনৈতিক সংকটের কারণেই এমনটা হচ্ছে। এটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে দুর্ভাগ্য আমাদের। এ অবস্থা থেকে রেহাই পেতে দরকার সুষ্ঠু নির্বাচন।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন শিক্ষককে লাঞ্ছিত করার উদাহরণ টেনে অনলাইন অ্যাক্টিভিস্ট ও নগর পরিকল্পনাবিদ ফয়সাল কবির শুভ বলেন, অনেকেই তাকে যুদ্ধাপরাধীদের পক্ষের বানিয়ে র্ভৎসনা করছে। এ ধরনের ঘটনা থেকে মুক্তি পেতেও দরকার সঠিক গণতন্ত্রের চর্চা।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি আব্দুর রউফসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা,এপ্রিল ১৬, ২০১৫
একে/এজেডকে/আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।