ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের সঙ্গে সমন্বয় করবেন তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
সরকারের সঙ্গে সমন্বয় করবেন তাবিথ ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেয়র নির্বাচিত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



তেজগাঁও-লিংকরোডের রেগনাম টাওয়ারে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের।

তাবিথ নির্বাচনী ইশতেহারে ১২ দফায় ৮৩টি প্রতিশ্রুতি উল্লেখ করেন। যেহেতু তিনি বিএনপির সমর্থন নিয়ে এসেছেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন কিনা বর্তমান সরকারের- প্রশ্নটা ছিল এমন।

উত্তরে তাবিথ বলেন, অবশ্যই আমি একটি দলের সমর্থন নিয়ে নির্বাচনে এসেছি। আমি যদি মেয়র নির্বাচিত হই, তখন আমি জনগণের প্রতিনিধি। সে আসনে জনগণ আমাকে নেবে। তাই তাদের জন্য যা যা করা প্রয়োজন, তার জন্য সরকারের সঙ্গে মত বিনিময় করবো।

খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যানজট নিরসন ও যানবাহন  সুবিধা, নগর পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, আমোদ-প্রমোদ, চিত্ত বিনোদন ও জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নগর প্রশাসন- এসব ক্ষেত্রে কাজ  করার কথা ইশতেহারে জানালেন তাবিথ।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন- ‘আদর্শ ঢাকা আন্দোলন’র আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সমন্বয়ক ব্যারিস্টার মওদুদ আহমদ, সদস্য সচিব শওকত মাহমুদ।

ইশতেহার ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ তাবিথের মা নাসরিন আউয়াল, স্ত্রী সওসান ইস্কান্দার, ভাই তাফসির আউয়ালকে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসকেএস/বিএস

** তাবিথের ইশতেহারে ১২ দফায় ৮৩ প্রতিশ্রুতি
** চলছে তাবিথের ইশতেহার ঘোষণার আয়োজন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।