ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বুড়িগঙ্গাকে দখলমুক্ত করা ও ঐতিহ্যবাহী এ নদীকে দূষণমুক্তসহ ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টি সমর্থিত দক্ষিণের মেয়র প্রার্থী হাজী মো. সাইফুদ্দিন আহম্মেদ মিলন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর বিজয়নগরের তাপা কমপ্লেক্সের নবম তলায় এ ইশতেহার ঘোষণা করেন মিলন।
অন্যান্য ইশতেহারের মধ্যে প্রথমেই রয়েছে যানজটমুক্ত রাজধানী, ঢাকাবাসীর জন্য নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহ নিশ্চিত, পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়া। এরপর রয়েছে মশা-মাছি থেকে ঢাকাকে মুক্ত রাখা, আইল্যান্ডগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা, ঢাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা।
এছাড়া জলাবদ্ধতা নিরসনে কাযর্করী পদক্ষেপ গ্রহণ, ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী, গণপরিবহন ব্যবস্থা উন্নত ও আরামদায়ক করার কথা উল্লেখ করেন জাপা প্রার্থী।
সিটি করপোরেশনের আয়ের নতুন খাত করে আয় বৃদ্ধি করা, ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ করা হবে বলেও উল্লেখ করেন মিলন। ভবঘুরে পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করে রাজধানীকে ভিক্ষুকমুক্ত করা ও নগরীতে নতুন নতুন ফ্লাইওভার নিমার্ণের প্রতিশ্রুতি দেন মিলন।
এছাড়া, রাজধানীকে সবসময় হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য জনমত গঠন করে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, রাজনৈতিক সভার সুনির্দিষ্ট মাঠ নির্ধারণ করা হবে বলে উল্লেখ করেন মিলন।
সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন জাপা প্রার্থী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, সাহীদুর রহমান ট্যাপা, সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাপা মহাসচিব বাবলু বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। সে লক্ষে জাপা থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছি।
আজ থেকে ২৪ বছর আগে ঢাকাকে তিলোত্তমা নগরী গড়ার অঙ্গীকার করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এরই ধারাবাহিকতায় আমাদের মেয়র প্রার্থীকে ভোট দিন, বলেন বাবলু।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমআইএস/জেডএস