ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে যৌন হয়রানি

দুর্বৃত্তরা গ্রেফতার না হলে ক্বাফী’র অবস্থান কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
দুর্বৃত্তরা গ্রেফতার না হলে ক্বাফী’র অবস্থান কর্মসূচি ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নববর্ষের দিন সোহরাওয়ার্দী উদ্যান গেটে নারী যৌন হয়রানির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল ক্বাফী।
 
শুক্রবারের (১৭ এপ্রিল) মধ্যে লাঞ্ছনাকারীদের গ্রেফতার না করলে শনিবার (১৮ এপ্রিল) থেকে ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান নেবেন বলেও ঘোষণা দেন তিনি।


 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
 
৭১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণার পাশাপাশি সিপিবি-বাসদ সমথির্ত ঢাকা উত্তরের এ মেয়র প্রার্থী আট দফা ব্যক্তিগত অঙ্গীকারও তুলে ধরেন।

এসব অঙ্গীকারের মধ্যে রয়েছে, মেয়র হিসেবে নির্বাচিত হলে তিনি কখনোই ভিআইপি মর্যাদা নেবেন না। প্রতি বছর আয়কর প্রদানের শেষ তারিখের এক সপ্তাহের মধ্যে বিজ্ঞাপন দিয়ে সম্পত্তির হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন।
 
নির্বাচিত হলে মেয়র ও রাজনৈতিক দায়িত্ব পালনের বাইরে কোনো ধরনের ব্যবসায়ীক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না। এছাড়া নিকটাত্মীয়দের কেউ সিটি করপোরেশনের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়ীক লেনদেনে যুক্ত হবেন না বলেও অঙ্গীকার ব্যক্ত করেন ক্বাফী।
 
ক্বাফী অঙ্গীকার করেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন) ২০০৯-এ বিধান না থাকলেও, মেয়র নিজের কর্মকাণ্ড তদারকীর জন্য একজন অবৈতনিক স্বাধীন ‘ন্যায়পাল’ নিয়োগ দেবেন। ন্যায়পাল তার সহকর্মীদের নিয়ে স্বাধীনভাবে সিটি মেয়রের কর্মকাণ্ড তদারকি ও মেয়রের বিরুদ্ধে সংক্ষুব্ধ নগরবাসীর অভিযোগের নিষ্পত্তি করবেন।
 
ইশতেহার ঘোষণাকালে ঢাকা উত্তরের এ মেয়র প্রার্থীর রাজনৈতিক, পারিবারিক, সামাজিক ও শিক্ষা জীবনের পরিচয় তুলে ধরেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

এসময় উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ড. আমু মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এমএম আকাশ, ক্ষেতমজুর সমিতির সভাপতি শামসুজ্জামান সেলিম, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দনসহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএইচপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।