ঢাকা: গাড়ি পোড়ানোর চার মামলার মধ্যে এক মামলায় কারাবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে মামলাগুলোতে তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পৃথক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো.নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
পরে আইনজীবীরা জানান, বিভিন্ন সময়ে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ ফখরুলের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় চারটি মামলা দায়ের করে। এর মধ্যে পল্টন থানায় দায়ের করা এক মামলায় হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দেন। একইসঙ্গে মামলাগুলোতে তাকে কেন জামিন দেওয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে বলেছেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬,২০১৫
এমইএস/বিএস