ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপি নেতা চাঁদ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
রাজশাহীতে বিএনপি নেতা চাঁদ কারাগারে ফাইল ফটো

রাজশাহী: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ রাজশাহীর আদালতে আত্মসমর্পন করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আত্মসমর্পনের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।



রাজশাহীর আমলী আদালত-৫’র বিচারক আকরামুল কবির ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মতিন এ নির্দেশ দেন।

চাঁদের আইনজীবী জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, তার (চাঁদ) বিরুদ্ধে হত্যা, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা সংক্রান্ত ১৭টি মামলা রয়েছে।

এর মধ্যে পুঠিয়ার বানেশ্বর বাজারে ৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগ-পুলিশ ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা দু’টি মামলা ও গত বছর শলুয়া ডিগ্রি কলেজে অগ্নিসংযোগের ঘটনায় চারঘাট মডেল থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পন করেন।

এরপর বিচারক চাঁদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান জহুরুল।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসএস/আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।