ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার বিচার দাবি বাসদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার বিচার দাবি বাসদের

ঢাকা: পহেলা বৈশাখ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পরিকল্পিতভাবে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এ দাবি জানান।



বিজ্ঞপ্তিতে ঘটনাস্থলের আশপাশে কর্তব্যরত পুলিশের নিষ্ক্রিয়তা ও অভিযুক্ত একজনকে পুলিশে সোপর্দ করার পরও ছেড়ে দেওয়ার ব্যাখ্যা দাবি করা হয়।

এতে বলা হয়, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও দায়িত্বজ্ঞানহীনতা এ ধরনের ঘটনার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাখ মানুষের ঢল নামে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে জানার পরও প্রশাসন কোনো বিশেষ ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে কনসার্ট, ব্যান্ড-শো, বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রির অনুমোদন দিয়ে পরিবেশকে কলুষিত করা হয়েছে।

নারী লাঞ্ছনা প্রতিরোধ করতে গিয়ে আহত লিটন নন্দীসহ ছাত্র ইউনিয়ন কর্মীদের অভিনন্দন জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
পিআর/এটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।