নারায়ণগঞ্জ: সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের যে দাবি বিএনপির তা কেবলই তাদের ‘মুখের বুলি’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ৮ লেন মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ইতোপূর্বে ৯টি সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। সে সময়ও বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নামক একই বুলি ছেড়েছিল। কিন্তু বাস্তবে ৯টি সিটি করপোরেশন থেকে ৭টিতে বিএনপি সমর্থিতরা বিজয়ী হয়। এবারও তারা অবান্তর অভিযোগ করছে। নির্বাচনকালীন সময়ে প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। এতে সরকার কোনো হস্তক্ষেপ করছে না বলেও জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, নির্বাচনী ব্যয়ে অনিয়ন্ত্রিত অর্থ ব্যবহার নির্বাচন কমিশন যদি বন্ধ করতে না পারে, তাহলে ভবিষ্যতে সৎ ও যোগ্য ব্যক্তি প্রার্থী হতে আগ্রহ হারাবে।
এ সময় নিজের মন্ত্রণালয় নিয়ে বলেন, এ পর্যন্ত ৮ লেনের মূল সড়কে ১২৬ কিলোমিটার কাজ শেষ হয়েছে। এছাড়া ১৪ বাইপাস সড়কের ২৫ কিলোমিটার কাজ শেষ। দেশে চলমান ২৩টি সেতুর মধ্যে ১৯ সেতুর কাজ শেষ করা হয়েছে। দেশের যোগাযোগ ব্যবস্থায় দ্রুত গতিতে কাজ হচ্ছে।
পরিদর্শনে এসে মন্ত্রী নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) এক উপ-সহকারী প্রকৌশলীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভৎসনা করেন। তাকে শেষবারের মতো সতর্ক করেন তিনি। ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুছা, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী রৌশনী এ ফাতেমা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকির আলম, মো. জাফরুজ্জামান চৌধুরী, মো. নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
আইএ