ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘সিরিয়াস ম্যান’ আনিসুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
‘সিরিয়াস ম্যান’ আনিসুল হক ছবি: নাজমুল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার উন্নয়নে নিজের আত্মনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক বলেছেন, ‘আই এম এ ভেরি সিরিয়াস ম্যান, আই হ্যাব টু পারফর্ম’। পরিবার থেকে পাঁচ বছরের জন্য ছুটি নিয়ে একজন বাবার মতো ঢাকা উত্তরবাসীর জন্য কাজ করতে চাই।



বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী যথাক্রমে আনিসুল হক ও সাঈদ খোকনের সঙ্গে ক্রীড়াবিদদের এ মতবিনিময় সভার আয়োজন করে সম্মিলিত ক্রীড়া পরিবার।

ক্রীড়া সংগঠক হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাঈদ খোকনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এমপি, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, হাবিবুল বাশার সুমন, নারী ক্রীড়া সংসদের সভানেত্রী রাখি আক্তার ডলি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা প্রমুখ।

আনিসুল হক বলেন, আমার কাছে ঢাকা একটি পরিবারের মতো। ঢাকার অলিতে-গলিতে ঘুরে ঘুরে মানুষের ভাষা বোঝার চেষ্টা করছি। প্রতিনিয়ত এই শহরকে নতুন করে দেখছি, এ যেন এক অন্যরকম ঢাকা। ঢাকাকে নিয়ে হোমওয়ার্ক করছি।

তিনি বলেন, সাধারণ প্রার্থী হিসেবে আবেগ দিয়ে নয়, একজন যোগ্য ক্রেডিবল প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চাইছি। আমি এটিকে (নির্বাচন) একটি অন্যরকম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যেখানে আপনাদের সহযোগিতা ছাড়া সফল হতে পারবো না। জয়ী হলে অল্পতে তুষ্ট ঢাকা উত্তরবাসীর জন্য আর একটু ভালো ব্যবস্থা করবো। সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে ক্রীড়ার বিষয়টিও অগ্রাধিকার পাবে।

উত্তরের এই মেয়র প্রার্থী আরও বলেন, আমার কখনো মেয়র হওয়ার স্বপ্ন ছিল না। একটি সিদ্ধান্ত আমার জীবনকে পাল্টে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ভেতরে এই স্বপ্নকে জাগ্রত করেছেন। এটা নগরবাসীর জন্য তার একটা সারপ্রাইজ ছিল। প্রধানমন্ত্রীর এই আস্থাকে বাস্তবে রূপ দিতে নিজের সব যোগ্যতা ও মেধা দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথের সঙ্গী হতে চাই।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসইউজে/আইএ

** সবুজ ঢাকা গড়ার প্রত্যয় আনিসুলের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।