ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘সুজনে’ মিলিত ঢাকা দক্ষিণের প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
‘সুজনে’ মিলিত ঢাকা দক্ষিণের প্রার্থীরা সংগৃহীত

ঢাকা: সুশাসনের জন্য নাগরিক-সুজনে মিলিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সব প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (আইডইবি) মাল্টিপারপাস হলরুমে ‘মেয়রপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে সিটি করপোরেশকে দুর্নীতিমুক্ত করা, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাসহ সুজন কর্তৃক প্রণীত ১৩ দফা পড়ে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

বিকেল ৩টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে মেয়র প্রার্থীগণ উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজ নিজ বক্তব্যে সিটি করপোরেশনকে ঘিরে তাদের প্রত্যাশা-পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণের মেয়র প্রতিদ্বন্দ্বী সাঈদ খোকন, দিলীপ ভদ্র, আবু নাসের মোহাম্মদ মাসুদ হোসাইন, মশিউর রহমান, বাহারানে সুলতান বাহার, শফিউল্লাহ চৌধুরী, বজলুর রশিদ ফিরোজ, আখতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, শহীদুল ইসলাম, জাহিদুর রহমান ও গোলাম মাওলা রনি।

সুশাসনের জন্য নাগরিক ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম-নাসফ’র যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান, সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, সহ-সভাপতি বিচারপতি কাজী এবাদুল হক, নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, নাসফ’র সভাপতি মু. হাফিজুর রহমান ময়না, সাধারণ সম্পাদক তৈয়ব আলী প্রমুখ।

অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘জনগণ হলো দেশের মালিক। তাই নাগরিক হিসেবে আমাদের উচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সম্পর্কে জেনে-শুনে-বুঝে ভোট দেওয়া। আজকের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নাগরিকরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের বাছাই করে নিতে চাই। আপনারা জানেন যে- ঢাকা শহর বসবাসের দিক থেকে নিচের দিকে রয়েছে। আমরা চাই এমন একজন মেয়র, যিনি ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলবেন। ’

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।