ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভুক্তভোগী হিসেবে ঢাকার সমস্যা সমাধান করব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
ভুক্তভোগী হিসেবে ঢাকার সমস্যা সমাধান করব ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন বলেছেন, প্রার্থী হিসেবে নয়, ভুক্তভোগী হিসেবে ঢাকার সব সমস্যা জানি। পুরো ঢাকা আমার নখদর্পণে।

নির্বাচিত হলে আমিই এসব সমস্যার সমাধান করতে পারব।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর ও দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী যথাক্রমে সাঈদ খোকন ও আনিসুল হকের সঙ্গে ক্রীড়াবিদদের এ মতবিনিময় সভার আয়োজন করে সম্মিলিত ক্রীড়া পরিবার।

সাঈদ খোকন বলেন, আপনাদের (ক্রীড়াঙ্গন) পক্ষ থেকে যতগুলো দাবি এসেছে সাধ্যমত সবগুলো পূরণ করার চেষ্টা করব। বিশেষ করে ঢাকা দক্ষিণে ৩৬ টি খেলার মাঠ আছে। কিছু অসংরক্ষিত, কিছু দখল হয়ে গেছে। এসব সচল করতে কাজ করব।

সাঈদ খোকন বলেন, আমি তরুণ-উদ্যোমী। আমিই সব পারব। কারণ, আমার নানা ছিলেন ঢাকার শেষ সরদার। বাবা প্রথম নির্বাচিত মেয়র। আজ আমার পিতা নাই। তিনি থাকলে আমার পাশে থাকতেন, হয়ত ভোট চাইতে আপনাদের কাছে যেতেন। এখন আপনারাই আমার পিতা-আমার ভাই। ভোট দিয়ে নির্বাচিত করলে নগর পিতা হিসেবে নয়, ভাই বা সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

তিনি বলেন, আওয়ামী লীগ যা বলে তা করে। শেখ হাসিনা যা বলেন তা করেন। ৪২ বছর পর যদি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে। কিছুদিন আগে ঢাকায় যে অপরাধ ঘটেছে, আমরা তার কেন বিচার করতে পারবো না!

আপনারা দোয়া ও সমর্থন দিলে এ বিচার আমরা করব। আমার বিশ্বাস, আপনারা ব্যালটের মাধ্যমে এ বিচার প্রক্রিয়া শুরু করবেন।

ক্রীড়া সংগঠক হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাঈদ খোকনের প্রধান নির্বাচনী সমন্বায়ক ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এমপি, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, হাবিবুল বাশার সুমন, মহিলা ক্রীড়া সংসদের সভানেত্রী রাখি আক্তার ডলি, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
এসইউজে/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।