ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আদিবাসী ছাত্রীকে যৌন হয়রানি

অভিযুক্ত ৫ নেতা-কর্মীকে বহিষ্কার করলো ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
অভিযুক্ত ৫ নেতা-কর্মীকে বহিষ্কার করলো ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



সাময়িক বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয় (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪২তম ব্যাচ), শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ (রসায়ন বিভাগ, ৪২ তম ব্যাচ), ছাত্রলীগকর্মী আবদুর রহমান ইফতি (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ), রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ বিভাগ, ৪৩তম ব্যাচ) এবং নুরুল কবীর (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ)। এরা সবাই শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থী।

এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ছাত্রলীগ। একই সঙ্গে প্রাথমিকভাবে অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অনুরোধ জানায় সংগঠনটি।

পহেলা বৈশাখে বিভাগের অনুষ্ঠান শেষে রাত ৮টার দিকে বিভাগের এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রীতিলতা হলে ফিরছিলেন ওই ছাত্রী। ক্যাম্পাসের পরিবহন চত্বর সংলগ্ন চৌরঙ্গীতে আসার পর পাঁচজন ছেলে কথা বলার তাদের দাঁড় করায়। এক পর্যায়ে তাদের একজন ওই ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে যায়। পরে ব্যাগ উদ্ধারে গেলে যৌন হয়রানির শিকার হন। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়।

পরে ওই ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগে এসব তথ্য জানিয়ে বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এএ

** জাবিতে যৌন নিপীড়কদের শাস্তি দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।