ঢাকা: এখনও পর্যন্ত সিটি করপোরেশনের অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়র্কার্স পার্টি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়র্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় নেওয়া প্রস্তাব অনুযায়ী স্বশাসিত জবাবদিহীমূলক শক্তিশালী নগর সরকার ছাড়া সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা যেমন ওয়াদা পূরণ করতে পারবেন না, একইভাবে নাগরিকদের প্রত্যাশাও বাস্তবায়িত হবে না।
এতে আরও বলা হয়, পানি, বিদ্যুৎ, গ্যাস, আবাসন, পরিবহনসহ নাগরিকদের গুরুত্বপূর্ণ চাহিদার কোনো কিছুই প্রকৃতপক্ষে করপোরেশনের হাতে নেই। তাই সিটি করপোরেশন বা স্থানীয় সরকার ব্যবস্থাকে সরকারের আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের বাইরে এনে স্বশাসিত কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারলে নির্বাচন নিয়ে মাতামাতির বাস্তবে কোনো অর্থ থাকবে না।
রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়াও কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান, আবু হাসান টিপু প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
পিআর/এটি