ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পহেলা বৈশাখে যৌন হয়রানির ঘটনায় জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
পহেলা বৈশাখে যৌন হয়রানির ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।


 
বিবৃতিতে তিনি বলেন, হাজার হাজার মানুষের সামনে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ লজ্জাজনক ঘটনার আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।

ঘটনায় সম্পৃক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এলকে/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।