ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নগরকান্দা পৌর উপ-নির্বাচন

আ.লীগের প্রার্থী রায়হান, বিএনপির আছাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
আ.লীগের প্রার্থী রায়হান, বিএনপির আছাদ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা হলেন- নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রায়হান উদ্দিন মিয়া ও জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান আছাদ।



রায়হান উদ্দিন মিয়া বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইফতেখারুল ইসলামের কাছে জমা দেন।
 
বৃহস্পতিবার দুপুরে আছাদুজ্জামান আছাদ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামের কাছে তার মনোনয়ন জমা দেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৬ মে এ পৌরসভায় শুধু মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নগরকান্দা পৌরসভার মেয়র জাহিদ হোসেন খোকন মানবতাবিরোধী মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার অনুপস্থিতিতে এ উপ-নির্বচিন অনুষ্ঠিত হবে। জাহিদ হোসেন খোকন বর্তমানে পলাতক। আছাদুজ্জামান আছাদ তার আপন ভাতিজা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫ 
পিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।