ঢাকা: মুজিবনগর দিবস উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।
এসব কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী ছাড়াও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।
১৯৭১ সালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
টিআই/আইএ