ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবু এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জির বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের থানা রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ইখতিয়ার মোহাম্মদ ইকু, জেলা আওয়ামী লীগ নেতা মাইনুউদ্দিন আহমেদ মানু, কে এম সেলিম, শামসুল আলম চৌধুরী, সাহেব সরোয়ার, যুবলীগ নেতা খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাজ্জাদ হোসেন বরকত, সায়েদুল আলম তপন, জাহিদ ব্যাপারী, মনির হোসেন, শওকত আলী জাহিদ, অনিমেষ রায়, সোহেল রেজা বিপ্লব, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির, আবু নাঈম, শ্রমিক লীগ নেতা আক্কাস হোসেন, শহীদ মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম ভাঙিয়ে ওই দুই নেতা গত সাড়ে ৬ বছরে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
তাদের এই অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে মোকাররম মিয়া বাবু ও সত্যজিৎ মুখার্জিকে গ্রেপ্তার করে আইনের আনতে হবে। এবং দলীয় পদ থেকে বহিষ্কার করতে হবে।
এর আগে, সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখ্যার্জিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মন্ত্রীর পিও এএইচএম ফুয়াদকে এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এইচএ/