ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

৭ম দিনের প্রচারে উত্তরা খিলক্ষেত নিকুঞ্জে তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
৭ম দিনের প্রচারে উত্তরা খিলক্ষেত নিকুঞ্জে তাবিথ

ঢাকা: প্রচারের সপ্তম দিনের দ্বিতীয় বেলায় উত্তরা, খিলক্ষেত ও নিকুঞ্জে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রথম বেলায় ইশতেহার ঘোষণা করে দুপুরের পর গণসংযোগ শুরু করেন আদর্শ ঢাকা আন্দোলন ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দল সমর্থিত এ প্রার্থী।


 
দুপুরে তেজগাঁও-লিংকরোডের নির্বাচনী কার্যালয়ে চিকিৎসকদের সংগঠন ড্যাবের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।
 
এরপরই বের হয়ে যান। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা, খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় প্রচার চালান।
 
এ সময়  ভোটারদের প্রতি অনুরোধ জানান তাবিথ, তারা যেন দলবেধে ভোটকেন্দ্রে আসেন এবং ভোট গণনা ও কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা  না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
 
জনতার শক্তিকে কেউ রুখে দিতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আপনাদের বিজয় অনিবার্য।
 
গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে আলিঙ্গন ও করমর্দন করেন তিনি।
 
ছেলের পক্ষে তাবিথের মা নাসরিন আউয়ালও গণসংযোগ করেন। মোহাম্মদপুরের বাবর রোড ও বিজলী মহল্লা এলাকায় প্রচার চালানোর সময়  অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা সাংবাদিকদের জানান তিনি।
 
নাসরিন আউয়াল অভিযোগ করেন, বিরোধী জোট সমর্থিত প্রার্থীদের প্রচারে পরোক্ষভাবে বাধা দেওয়া হচ্ছে।
 
নাসরিন আউয়াল বলেন, প্রচারণায় সরাসরি বাধা না  দেওয়া হলেও আমাদের  ছেলেদের মিছিলের  পেছন থেকে সন্ত্রাসী বলে ধরে নিয়ে যাচ্ছে।
 
নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জানানো হচ্ছে, তারা শুনছেন, রেকর্ড করছেন।   কিন্তু কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতার প্রমাণ দেবে।
 
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসকেএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।