ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

ঢাকা: ১৭ এপ্রিল যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

এদিন (শুক্রবার) সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সব জেলা কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে।



সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এরপর সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং রাজশাহীতে এএইচএম কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

মুজিবনগরের কর্মসূচি
মেহেরপুরের মুজিবনগরে আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

এছাড়াও সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের জনসভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

এ কর্মসূচিতে আরও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসকে/এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।