জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ রাতে এক আদিবাসী ছাত্রীর ওপর যৌন নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদী হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন তারা।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাতে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল ঘুরে ফজিলাতুন্নেসা হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধার্থ কাজল, অর্থনীতি বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী আতিয়া ফেরদৌসী চৈতিসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
সমাবেশে দীপাঞ্জন সিদ্ধার্থ কাজল বলেন, আগামী ২০ এপ্রিলের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগের মতোই নিপীড়কদের এ ক্যাম্পাস থেকে বিতাড়ন করা হবে।
ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আলোক স্বল্পতা অপরাধের জন্য সহায়ক উল্লেখ করে আতিয়া ফেরদৌসী চৈতি বলেন, নিপীড়করা আর যাই হোক না কেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারে না। তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
পহেলা বৈশাখে বিভাগের অনুষ্ঠান শেষে রাত ৮টার দিকে বিভাগের এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রীতিলতা হলে ফিরছিলেন আদিবাসী এক ছাত্রী। ক্যাম্পাসের পরিবহন চত্বর সংলগ্ন চৌরঙ্গীতে আসার পর পাঁচজন ছেলে কথা বলার তাদের দাঁড় করান। এক পর্যায়ে তাদের একজন ওই ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে যান। পরে ব্যাগ উদ্ধারে গেলে যৌন হয়রানির শিকার হন ছাত্রী। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়।
পরে ওই ছাত্রী প্রক্টর ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেন। প্রক্টর অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে প্রেরণ
করেন।
এদিকে আদিবাসী ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
** অভিযুক্ত ৫ নেতা-কর্মীকে বহিষ্কার করলো ছাত্রলীগ
** জাবিতে যৌন নিপীড়কদের শাস্তি দাবি
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এএসআর