ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

হল দখলকে কেন্দ্র করে

হাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
হাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

দিনাজপুর: হল দখলকে কেন্দ্র করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মিল্টন (২৬) ও জাকারিয়া (২৯) নামের দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। আড়াই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।



পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের হাবিপ্রবি শাখার বহিস্কৃত সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল ও সাধারণ সম্পাদক অরুন কুমার রায় সিটনের নেতৃত্বে একটি গ্রুপ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে নূর হোসেন হল দখল করে। সংবাদ পেয়ে রাত দশটার দিকে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেমি ও পলাশের নেতৃত্বে ছাত্রলীগের অপর গ্রুপ ক্যাম্পাসে প্রবেশ করলে সংর্ঘষের সূত্রপাত ঘটে।

রক্তক্ষয়ী এ সংঘর্ষে মিল্টন নামের এক ছাত্রলীগ কর্মী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর জাকারিয়া নামের আরো একজন মারা যান। আহত হন কমপক্ষে ১০ জন।

প্রায় আড়াই ঘন্টা সংঘর্ষ চলার পর পুলিশ গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ইফখার আহমেদ রিয়েল ও জেমি একে অপরের ওপর দায় চাপিয়ে বাংলা নিউজের কাছে বক্তব্য রাখেন ।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি (তদন্ত) আবু হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। তবে কতো রাউন্ড গুলি ও টিয়ারসেল খরচ হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হাবিপ্রবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

** হাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
মাহিদুল ইসলাম রিপন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।