ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘সন্ত্রাসের জবাব ব্যালটে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
‘সন্ত্রাসের জবাব ব্যালটে’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জঙ্গী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মুজিব নগর সরকার দিবস উপলক্ষ্যে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


 
সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে আশা প্রকাশ করে তিনি বলেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

খালেদা জিয়া নির্বাচনী আচরণ বিধি মানছেন না অভিযোগ করে তিনি বলেন, তিনি দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।

এর আগে মুজিব নগর সরকার দিবস উপলক্ষ্যে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও শ্রদ্ধা জানান।
 
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমইউএম/এসইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।