ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শৈলকুপা উপজেলার তিন জন, সদর উপজেলার পাঁচ জন, কালীগঞ্জের দুই জন, কোটচাঁদপুরের ছয় জন, মহেশপুরের সাত জন ও হরিণাকুন্ডু উপজেলার দুই জন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসআর/।