ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ম্যাপিং চান তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ম্যাপিং চান তাবিথ তাবিথ আউয়াল/ ছবি: নাজমুল হাসান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পুলিশ ম্যাপিং এর মাধ্যমে অপরাধপ্রবণ এলাকা মনিটরিং করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা সিটি নির্বাচনে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তবে তিনি এও বলেন, যেহেতু পুলিশ সিটি কর্পোরেশনের আওতায় নয়।

তাই সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সিটি নির্বাচনে উত্তরের প্রার্থীদের জনগণের মুখোমুখি করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গুলশানের এমানুয়েলস ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের থিম ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’।

এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানে পহেলা বৈশাখে আমাদের বোনেরা নির্যাতিত হয়েছেন, সেটি অভিজিতের ঘটনার স্থান থেকে খুব দূরে নয়। একই জায়গায় পুলিশের সামনে কেন বারবার এমন ঘটনা ঘটছে- সেটি দেখতে হবে। নিরাপত্তার বিষয়ে জোর দিতে হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলের সমর্থিত প্রার্থী তাবিথ বলেন, জনগণের প্রতিনিধিদের অবশ্যই নির্দিষ্ট সময় পরপর নিজেদের সম্পদের হিসেব জনগণকে দেওয়া উচিত। সে সময়টি হতে পারে তিন বছর।

তিনি বলেন, কারও কারও দাবিগুলো মেয়রের এখতিয়ারের বাইরে। তবু যার যার স্থান থেকে চেষ্টা করা যায়।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন উন্নয়নমূলক কাজ শুরুর সময় এটি কবে শেষ হবে, সে সময়সীমা জানিয়ে দেওয়া উচিত।

এলাকাবাসীকে নিয়ে একটি মনিটরিং সেল তৈরি করে কাজের অগ্রগতি মনিটর করা যেতে পারে।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পরিচালনায় এতে উপস্থিত প্রার্থীরা নিজেদের কথা জনগণের সামনে তুলে ধরছেন এবং নাগরিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।

অনুষ্ঠোনে আরো উপস্থিত রয়েছেন মেয়রপ্রার্থী, মাহী বদরুদ্দোজা চৌধুরী, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আবদুল্লাহ আল ক্বাফী, আনিসুজ্জামান খোকন, শেখ শহীদুজ্জামান, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, নাদের চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, মো. জামান ভূঞা, শেখ মো. ফজলে বারী মাসউদ।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসকেএস/কেএইচ/

** হাসিনা-খালেদা-রওশনকে এক টেবিলে বসাবেন জামান
** ক্ষোভ ঝাড়লেন ক্বাফি, ক্ষমা চাইলেন আনিস
** ঢাকা উত্তরের প্রার্থীরা জনগণের মুখোমুখি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।