ঢাকা: পরিবারের খোঁজ-খবর ও সমবেদনা জানাতে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর বনানীর বাসায় যাবেন বিএনপির একটি প্রতিনিধি দল।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টায় প্রতিনিধি দলটি ইলিয়াস আলীর বাসা যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আসাদুজ্জামান রিপন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলয়াস আলী নিখোঁজের ৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে প্রাইভেটকার চালক আনছার আলীসহ ‘নিখোঁজ’ হন বিএনপির এই প্রভাবশালী নেতা।
দিন কিংবা মাস নয়, একে একে গড়িয়েছে তিনটি বছর। অপেক্ষার প্রহর এখনো ফুরায়নি। কিন্তু এ অপেক্ষার শেষ কোথায় জানেন না স্বজন ও নেতাকর্মীরা। তিনি বেঁচে আছেন কি-না? মানুষের মন থেকে এ সংশয়ও কাটেনি।
তারপরও তাকে খুঁজে পাওয়ার গভীর আত্মবিশ্বাস আর দৃঢ় প্রত্যয় এখনো রয়েছে স্বজন ও নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করেন- তাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস এখনো বেঁচে আছেন এবং সরকারের হেফাজতেই আছেন। তাই ইলিয়াস আলীকে ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএম/বিএস