ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলী ও সালাহউদ্দিন আহমেদকে ফেরত দেওয়ার দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাহবুব বলেন, নির্বাচনের নামে সোনার ছেলেরা ভোটকেন্দ্রে কী করবে তা, সারাদেশের মানুষকে দেখাতে প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে হবে।
ভোটকেন্দ্রে কী কী হচ্ছে তা মিডিয়ার সামনে উপস্থাপন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মাহবুব।
নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে তিনি বলেন, মানুষ জেগে উঠেছে। সিটি করপোরেশন নির্বাচনে ৫ জানুয়ারি নির্বাচনের মতো ‘নাটক’ করলে পরিণাম ভয়াবহ হবে।
২৮ এপ্রিল শেষ প্রতিরোধের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মাহবুব বলেন, ২৮ এপ্রিল একটি ভোটারকেও ঘরে বসে থাকলে চলবে না। এদিন ভোটের মাধ্যমে জবাব হবে সরকারের বিরুদ্ধে শেষ প্রতিরোধ।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, অস্ত্র পকেটে রাখার জন্য দেওয়া হয়নি। অপরাধীর গুলি করতে হবে। সত্যিকার অপরাধী তো সোনার ছেলেরা। তাদের গ্রেফতার না করে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার, গুলি, গুম, খুন, পঙ্গু করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, মামলা হয় ৪ জনের বিরুদ্ধে। আসামি ধরে কয়েকশ’।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
আরইউ/এসজেএ/জেডএস