ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সোয়া ১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ কাশিমপুর থেকে তিনি জামিনে মুক্ত হন।
কাশিমপুর কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আদালত থেকে জামিনের কাগজপত্র আসার পর যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগার গেটে শাহজাহানকে ফুল দিয়ে বরণ করেন দলের নেতাকর্মীরা।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত ১২ জানুয়ারি রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে মো. শাহজাহানকে আটক করেছিল ৠাব-১ এর একটি দল।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫/আপডেট ১৪১২ ঘণ্টা
টিআই/বিএস