ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নীরব বিপ্লব বলতে কী বোঝাচ্ছেন খালেদা প্রশ্ন সুরঞ্জিতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
নীরব বিপ্লব বলতে কী বোঝাচ্ছেন খালেদা প্রশ্ন সুরঞ্জিতের সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: বাঘে ধরলে বাঘে ছাড়ে; কিন্তু হাসিনা ধরলে ছাড়ে না। সাবধান, খালেদা জিয়া।

আপনি দেরিতে হলেও নির্বাচনে এসেছেন ভালো কথা, তাই বলে ক্ষমা পাবেন এটা ভাববেন না। এতো দিনের অপরাধের বিচার আপনার হবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের ‘নীরব বিপ্লব’র ঘোষণার সমালোচনা করে সুরঞ্জিত বলেন, নির্বাচন হবে সরব ও প্রকাশ্যে। যার যার ভোট জনগণ যাকে খুশি তাকে দেবে। এখানে নীরবতার কোনো স্থান নেই। খালেদা জিয়া নীরব বিপ্লব বলতে কী বোঝাচ্ছেন- প্রশ্ন রাখেন সুরঞ্জিত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিশ্চয়ই গোপনীয়ভাবে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে! তিনি কী সব প্রার্থী দিলেন! অসংখ্য মামলার আসামিকে প্রার্থী করেছেন খালেদা।

পহেলা বৈশাখে টিএসসিতে নারীদের লাঞ্চিত করার বিষয়ে সুরঞ্জিত বলেন, এ ঘটনায় আমরা জাতি হিসেবে লজ্জিত ও অপমানিত হয়েছি। পুলিশ যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা অমার্জনীয়। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত মানুষরূপী পশুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

নৌকা সমর্থক গোষ্ঠী’র সভাপতি ডা. খন্দকার এমদাদুর হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।