ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আনিসুল হকের প্রচারণায় নামছে সহস্র নাগরিক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
আনিসুল হকের প্রচারণায় নামছে সহস্র নাগরিক কমিটি আনিসুল হক

ঢাকা: আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের নির্বাচনী প্রচারণা নামছে সহস্র নাগরিক কমিটি।

আগামী শনিবার (১৮ এপ্রিল) সকালে সহস্র নাগরিক কমিটির ১০টি টিম বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা শুরু করবে।

এ সময় উত্তরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে টেবিল ঘড়ি মার্কা সম্বলিত পোস্টার, লিফলেট বিতরণ করবেন কমিটি সদস্যরা।
 
এদিকে শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রচারণা শুরু করে সহস্র নাগরিক কমিটির সদস্যরা। প্রথম দিনে আজিমপুর কলোনি, ছাপড়া মসজিদ, ধোলাইরপাড় ও জুরাইন এলাকায় প্রচার চালান তারা।

এ সময় তারা সাঈদ খোকনের নির্বাচনী প্রতীক ইলিশ মাছ মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।