ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মাজার থেকে সাঈদ খোকনের শুক্রবারের প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
মাজার থেকে সাঈদ খোকনের শুক্রবারের প্রচারণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন তার ১১তম দিনের প্রচারণা চালিয়েছেন জুরাইনের চিশতি মাজার মসজিদ থেকে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ওই মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এরপর রাস্তার ধারে বিভিন্ন দোকানি, পথচারি ও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। কথা বলেন। এভাবে জুরাইন রেলগেট পর্যন্ত যান।

নামাজ পড়ে বের হওয়ার সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সাঈদ খোকন। এ সময় তিনি স্থানীয় লোকজনের উদ্দেশে বলেন, আমার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। তিনি ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। আমিও বাবার মতো আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করবো।

তিনি বলেন, আমি মেয়র হলে নগরের যতটুকু সম্ভব উন্নয়ন করবো। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবো। আপনাদের সুখে-দুখে থাকবো। আমি আপনাদের কথা ভাবি। একজন মেয়র প্রার্থী হিসেবে নয়, একজন ভুক্তভোগী হিসেবে আপনাদের সমস্যা দেখবো।

বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের অভিযোগের জবাবে সাঈদ খোকন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন এটা তাদের রাজনৈতিক বক্তব্য। কিছু একটা বলা প্রয়োজন, তাই বলেছেন।

প্রচারণার সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীরসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থকরা।

এরপর বিকেলে সাইদ খোকন যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকার ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।