ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ পুড়িয়ে মারার দায় বিএনপি-জামায়াতের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
মানুষ পুড়িয়ে মারার দায় বিএনপি-জামায়াতের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর

নীলফামারী: মানুষ পুড়িয়ে মারার দায় বিএনপি জামায়াতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার দুপুরে নীলফামারী সদরের মৎস্যবীজ উৎপাদন খামারের হ্যাচারি, অফিস ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, অবরোধ আর হরতালের নামে জ্বালাও পোড়াও করে উন্নয়ন ধ্বংস করেছে বিএনপি-জামায়াত।

মন্ত্রী বলেন, আন্দোলনে জনগণের অংশগ্রহণ না থাকায় বাধ্য হয়ে তারা আগুন জ্বালিয়ে, পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছে। মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।

মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক রকিব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক।

সেখানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।