ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশ দিয়ে প্রচারণা স্থবিরের চক্রান্তের অভিযোগ আফরোজার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
পুলিশ দিয়ে প্রচারণা স্থবিরের চক্রান্তের অভিযোগ আফরোজার ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশি হয়রানিতে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম স্থবির করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

শুক্রবার (১৭ এপ্রিল) ডিএসসিসির কামরাঙ্গীর চরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।



আব্বাস পত্নী আফরোজা সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড এলাকার খাওলা হাটি থেকে প্রচারণা শুরু করেন। এরপর তিনি আলী নগর, নূরবাগ, মুসলিম নগর, ব্যাটারী ঘাট, খলিফাঘাট, ইসলাম নগর, খোলামোড়াসহ বেশ কিছু এলাকায় গণসংযোগ করে দুপুরে ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নঈমের বাসায় বিশ্রাম নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, মির্জা আব্বাসের প্রতি এই এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন দেখে আমি আশান্বিত ও খুশি হয়েছি। কিন্তু পুলিশের এই হয়রানিতে আমি হতাশ। পরিকল্পিতভাবে পুলিশি হয়রানির মাধ্যমে আমাদের গণসংযোগ তথা নির্বাচনী প্রচারণা ও কার্যক্রমকে স্থবির করার চক্রান্ত চলছে।

আফরোজা অভিযোগ করে বলেন, আমরা কোনো মহল্লার কোনো গলিতে গণসংযোগ করতে গেলেই গলির অপর প্রান্তে পুলিশ ঢুকে মারমুখী আচরণ শুরু করে দেয়। এমন পরিস্থিতিতে গণসংযোগ কি হয়?

তিনি বলেন, বিভিন্ন মহল্লায় গণসংযোগকালে পুলিশ বারবার বাধা দেয় এবং আমাদের গণসংযোগের সময় যেসব নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিল তাদের ভেতর থেকে আসামি খোঁজার অজুহাতে তল্লাশি চালায়। এ কারণেই আমাদের কর্মী, সমর্থকরা ও ভোটাররা হয়রানি শিকার হয়।

এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্যই এরকম তৎপরতা চালানো হয়েছে বলে অভিযোগ করেন আফরোজা আব্বাস।

তিনি বলেন, আমি আশ্চর্য হলাম সন্ত্রাসী খোঁজার অজুহাতে কিংবা আসামি ধরার অজুহাতে একজন মেয়র প্রার্থীর গণসংযোগে পুলিশ বাধা দেয় কী করে? পুলিশের আচরণে আমি শঙ্কিত, আমাদের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেবে কিনা? ভোট চাইতে গিয়ে গণসংযোগ করতে এসে টের পেয়েছি সরকার প্রশাসন দিয়ে আমাদের প্রার্থী, কর্মী, সমর্থক ভোটারদের হয়রানি করছে।

তিনি বলেন, মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী হিসেবে আমার গণসংযোগে পুলিশের সহযোগিতাই প্রতাশা করেছিলাম কিন্তু ফলাফল দেখলাম উল্টো।

তাই অবাধ ও নিরপেক্ষ ভোটের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও এক সপ্তাহে আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।

আফরোজা আব্বাস আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।
 
আফরোজা আব্বাসের গণসংযোগকালে তার সিঙ্গে ছিলেন ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহিদুল হক, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. নাঈম, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট রাশেদ আলম খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রীনা বেগম, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, মো. জাহাঙ্গীর আলম মিন্টু, ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম, আশরাউজ্জামান রুবেল, মনিরা আক্তার রিক্তা, ফরিদা ইয়াসমিন, নাসিমা আক্তার কেয়া, নাসির উদ্দীন, রিপন, জিকির, আব্দুস সোবহান খোকন, সিরাজুল ইসলাম, হাজী মোঃ সফিউদ্দীন, এম গাফফার ও সোহেল আরমান প্রমুখ।

শনিবার (১৮ এপ্রিল) দক্ষিণ সিটি কর্পোরেশনের গোপীবাগ, টিকাটুলী, স্বামীবাগ, ওয়ারী, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেন্ডারিয়া, ফরিদাবাদ, লোহারপুল, কাঠেরপুল, ঋষিকেশ দাস লেন ও নারিন্দা এলাকায় গণসংযোগ করবেন আব্বাস পত্নী আফরোজা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।